জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হামলায় বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের অন্তত ১১ কর্মী আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের নতুন কমিটির নেতাদের স্বাগত জানাতে কর্মীরা জড়ো হলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া তিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের ওপরও হামলা চালায় ছাত্রলীগ।
আহত তিন সাংবাদিক হলেন- স্টুডেন্ট জার্নালের আনিসুর রহান, বিজনেস বাংলাদেশের নুরুল ইসলাম আফসার ও প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি।
যোগাযোগ করা হলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে।
ছাত্রলীগ তাদের কর্মীদের মোটারসাইকেল ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সঞ্জিত জানান, কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ‘তারা (ছাত্রদল) সচেতনভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ বলে পাল্ট অভিযোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।