জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসগুলোর ছুটি বৃদ্ধি করে বন্ধের সময়সীমা ২৫ এপ্রিল করা হয়েছে।
এর আগে অফিসগুলো ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা হয়। পাশাপাশি রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা রাখার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে দুপুর ১টা ১৫ থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাযের জন্য বিরতি থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



