জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোনো কোটা থাকছে না, শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা থাকছে।
শনিবার (২৫ জানুয়ারি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দেওয়া হয়েছে।”
শনিবার দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলে। মোট ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছিলেন এ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন শিক্ষার্থী।
৩ জানুয়ারি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১২০ আসনের জন্য ১০ হাজার ২৭০ পরীক্ষার্থী আবেদন করেছিলেন। আইবিএর একটি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী।
ঢাবি ভর্তি পরীক্ষায় ‘ড. ইউনূস-আবু সাঈদ-খালেদা জিয়া-বৈষম্যবিরোধী’ নিয়ে প্রশ্নঢাবি ভর্তি পরীক্ষায় ‘ড. ইউনূস-আবু সাঈদ-খালেদা জিয়া-বৈষম্যবিরোধী’ নিয়ে প্রশ্ন
৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩০ আসনের জন্য ৬ হাজার ৮৩ শিক্ষার্থী আবেদন করেন। এ ইউনিটে একটি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৪৭ জন শিক্ষার্থী। এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২,৯৩৪ আসনের জন্য পরীক্ষা দেন শিক্ষার্থীরা।
এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১,০৫০ আসনে ভর্তি হতে ৪০,৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা হবে ৩৯ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মধ্যে।
১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১,৮৯৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে ভর্তি হতে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী।
সব ইউনিটের পরীক্ষা (আইবিএ ছাড়া) শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।