জুমবাংলা ডেস্ক : বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধী বা সন্দেহভাজনকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে ধরেন। আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোন অধিকার নেই। আইনের হাতে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে।’
এছাড়া, শুধুমাত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন। অন্যদের নাম দিয়েন না। অন্যদের নাম দিলে তদন্ত করতে সময় ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিকে খেয়াল রাখতে হবে।’
‘মিডিয়াতেও বলছি, পেপারে দিছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে এরেস্ট করা হবে না,’ যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
‘ডিবিকে আজকেই ইন্সট্রাকশন দিয়ে দিছি, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে ধরার কথা শুধু ক্রিমিনালদের। সাধারণ মানুষদেরকে তো ধরবে না,’ বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
পুলিশ যাতে জনবান্ধব হয় এটা নিয়ে পুলিশের সাথে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণকে পিটিয়ে হত্যার আগে তাকে ভাতও খাওয়ানো হয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।