তথ্য অফিসের আয়োজনে সিংগাইরে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে ভিডিও কলের মাধ্যমে সচেতনতামূলক উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হযয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে সিংগাইরের চারিগ্রাম বাজার মোড়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

উম্মুক্ত বৈঠকে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক, বাল্যবিবাহ, মানবপাচার, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, পরিবেশ সংরক্ষণ প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকনাসরিন সুলতানা, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজিদুল আলম স্বাধীন, ইউপি সদস্য আব্দুল হালিম, সাংবাদিক সাইফুল ইসলাম ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসার মুহাম্মদ নূর হোসেন বলেন, জনসচেতনতার মাধ্যমে সমাজের ব্যাধি যৌতুক, মাদক, বাল্যবিবাহ ও মানবপাচার সহ নানা অনিয়ম রোধ করা সম্ভব। জনসচেতনতা দেশের সর্ব স্তরের সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কাজ করে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য অফিস। সরকারের নানা পদক্ষেপের কথা সমাজের সচেতন মহলকে সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে হবে।