তথ্য উপদেষ্টার বক্তব্য ভুলভাবে প্রচার করায় প্রত্যাহার হলেন জনসংযোগ কর্মকর্তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্য ভুলভাবে প্রচার করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা মো.নিজামুল কবীর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নিজের ভুল স্বীকার করে মো. জসিমউদ্দিন বলেন, ’রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে এমন কথা তথ্য উপদেষ্টা নাহিদ বলেননি।’ নিজের অসাবধানতার কারণে এমন একটি ভুল বক্তব্য পাঠিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

জেনে নিন বেনারসি শাড়ির যত্নে কিছু টিপস

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ গ্লোবাল পার্টনারস গভর্নেন্স (জিপিজি) প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন উপদেষ্টা নাহিদ। এরপর মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।