Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তথ্য চুরির অভিযোগে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও এর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে ফেসবুক মালিকানাধীন যোগাযোগ অ্যাপ ভিত্তিক প্রতিষ্ঠান হোয়াটস অ্যাপ।
হোয়াটস অ্যাপের অভিযোগ, তথ্য চুরির জন্যে ইসরাইলি প্রতিষ্ঠানটি অন্তত ১৪শ হোয়াটস অ্যাপ ব্যাবহারকারীকে ম্যালওয়্যার পাঠিয়েছে। যার মাঝে সাংবাদিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মীরা রয়েছেন।
গত মার্চ ও এপ্রিলে এনএসও ভূয়া হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে। যার মাধ্যমে ম্যালওয়্যার হোয়াটস অ্যাপের মূল সার্ভারে পাঠানো হয়।
হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও খুদেবার্তার মাধ্যমে জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাকড করে তার যাবতীয় তথ্য পাচার করত।
হোয়াটস অ্যাপের অভিযোগের জবাব দেয়া হবে বলে জানায় ইসরাইল প্রতিষ্ঠিান এনএসও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।