Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home তদন্ত-আতঙ্কে ৪ ব্যাংকের ৭ হাজার কর্মকর্তা
জাতীয়

তদন্ত-আতঙ্কে ৪ ব্যাংকের ৭ হাজার কর্মকর্তা

Saumya SarakaraMay 17, 20253 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিগত সরকারের আমলে বঞ্চিত ৭ হাজার ২১৫ কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক। একসঙ্গে এত কর্মকর্তার পদোন্নতির বিষয় নিয়ে এবার তদন্ত শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। এতে পদবিসহ সুযোগ-সুবিধা হারানোর আতঙ্কে রয়েছেন পদোন্নতি পাওয়া ব্যাংকাররা। আজকের পত্রিকার করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

তদন্ত-আতঙ্কে ৪ ব্যাংকেররাষ্ট্রায়ত্ত এই চার ব্যাংক সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা ইতিমধ্যে পদায়নসহ নতুন পদের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সোনালী ব্যাংক প্রথা অনুযায়ী সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদমর্যাদার অন্তত ২০০ কর্মকর্তাকে গাড়ির সুবিধা দিয়েছে। আর অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংক গাড়ির সুবিধা দিতে তৎপরতা চলমান রেখেছে। এখন এফআইডির তদন্তে যদি পদোন্নতিতে কোনো অনিয়ম প্রমাণিত হয়, তাহলে পদোন্নতিপ্রাপ্তরা সদ্য পাওয়া সুযোগ-সুবিধা হারাতে পারেন। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংকারদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের আমলে তাঁরা পদোন্নতিবঞ্চিত ছিলেন। নানা তকমা দিয়ে তাঁদের পদোন্নতি আটকে রাখা হয়েছিল। গত আগস্টে গণ-অভ্যুত্থানের পর প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি স্বাস্থ্য খাতে বিদ্যমান পদের অতিরিক্ত সুপার নিউমারারি পদোন্নতির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বেসরকারি ব্যাংকগুলোতেও এমন পদোন্নতি দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সুপার নিউমারারি পদোন্নতিতে একটি কুচক্রী মহল কলকাঠি নাড়ছে।

জানা গেছে, তদন্তের ধারাবাহিকতায় গত মঙ্গলবার ব্যাংকগুলোর কাছ থেকে সুপার নিউমারারি এসব কর্মকর্তার তথ্য সংগ্রহ করেছে তদন্ত কমিটি। এর আগে ৭ মে তদন্ত কমিটির সদস্যসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত একটি চিঠিতে সরকারি এই চার ব্যাংককে ১৩ মের মধ্যে তদন্ত সংস্থার কাছে পদোন্নতিপ্রাপ্তদের তথ্য দিতে বলা হয়। সরকারি নির্দেশে মঙ্গলবার সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা সশরীর উপস্থিত হয়ে নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ব্যাখ্যাসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন।

তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি চার ব্যাংকে এসব পদে সুপার নিউমারারি পদোন্নতির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এটা খেয়ালখুশিমতো করা হয়েছে, যা রীতিমতো নিয়মশৃঙ্খলার লঙ্ঘন। এতে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে আসা আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে এই চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নিয়মবহির্ভূতভাবে পদোন্নতির বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে প্রত্যাশিত জবাব মেলেনি। এ জন্য নতুন করে তদন্ত করা হচ্ছে।

জানতে চাইলে তদন্ত কমিটির সদস্যসচিব আফরোজা আক্তার রিবা বলেন, সরকারি চার ব্যাংকের এ ধরনের পদোন্নতিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি নেওয়া হয়নি। কমিটি তদন্তের স্বার্থে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ৭ হাজার ২১৫ কর্মকর্তার তথ্য সংগ্রহ করেছে। এসব যাচাই করে প্রতিবেদন তৈরি করা হবে। সে প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকগুলোর তথ্য বলছে, সোনালী ব্যাংক ২ হাজার ২০০ জনকে, অগ্রণী ব্যাংক ৩ হাজার ৮৪ জনকে ও রূপালী ব্যাংক ৩ হাজার ২০৯ জনকে সুপার নিউমারারি পদোন্নতি দিয়েছে। জনতা ব্যাংক পদোন্নতি দিয়েছে ৫৭৯ জনকে। মূলত উপমহাব্যবaস্থাপক (ডিজিএম), সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও), প্রিন্সিপাল অফিসার (পিও) ও সিনিয়র অফিসার (এসও) পদে এসব পদোন্নতি দেওয়া হয়।

সুপার নিউমারারি পদোন্নতির বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান বলেন, ব্যাংক একটি গুরুত্বপূর্ণ খাত। এখানে সবার অবদানকে গুরুত্ব দিতে হয়। কাউকে বঞ্চিত করলে মনোবল হারায়। তবু অনেকে বঞ্চিত ছিলেন। সেই বঞ্চিত কর্মকর্তাদের নিয়ম মেনে সুপার নিউমারারি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ জন্য বাড়তি ব্যয় খুবই কম, যার কোনো প্রভাব ব্যাংকের ওপর পড়বে না; বরং উৎসাহ পাওয়ায় ব্যাংক দিন দিন ভালো করছে।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুসলিম চৌধুরী বলেন, ‘নিয়ম মেনে পদোন্নতি দেওয়া হয়েছে। মূলত কর্মকর্তাদের বৈষম্য দূরীকরণ ও পদোন্নতিবঞ্চিতদের দাবি পূরণে মেধা এবং সুপার নিউমারারি ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী তা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশটি বিব্রতকর।’

বাংলাদেশি শ্রমিক নিতে মালয়েশিয়ার নতুন ৩ শর্ত

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ‘বিগত সরকারের সময় পদোন্নতিবঞ্চিতদের পদোন্নতি দেওয়া হয়। কিন্তু পদোন্নতির একটি নিয়ম রয়েছে। ঢালাও পদোন্নতি দিলে যাঁরা ভালো কাজ করেন, তাঁরা নিরুৎসাহিত হন। বিষয়টি মাথায় রেখে নিয়ম মেনে পদোন্নতি দেওয়া হয়।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৪ ৭ Bangladesh Bank Bank promotion banking sector corruption officer probe state-owned banks অনিয়ম; কর্মকর্তা তদন্ত তদন্ত-আতঙ্কে দুর্নীতি ব্যাংক পদোন্নতি ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হাজার
Related Posts
Osman Hadi

ওসমান হাদি হত্যা : নতুন যে তথ্য দিলেন ডিবি প্রধান

December 21, 2025
সাংবাদিককে হত্যার হুমকি

‎জমি ভরাটে বাধা, চাদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

December 21, 2025
touhid hossain

বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

December 21, 2025
Latest News
Osman Hadi

ওসমান হাদি হত্যা : নতুন যে তথ্য দিলেন ডিবি প্রধান

সাংবাদিককে হত্যার হুমকি

‎জমি ভরাটে বাধা, চাদা না দিলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

touhid hossain

বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

বাড়িওয়ালা-ভাড়াটিয়া

বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্ব : যেসব ভুলে পড়তে পারেন বিপদে

ইসি

ভোটের দিন অপরাধ দমনে নতুন কৌশল নিচ্ছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শহীদ হাদির ভাই

বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: শহীদ হাদির ভাই

প্রধান উপদেষ্টা

এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.