স্পোর্টস ডেস্ক: অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। এবছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে সাবেক প্রোটিয়া ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে! ক্রিকেট বিশ্বে যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।
দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করে ফেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। আপাতত সেই সব পরিকল্পনায় জল ঢেলে দিল মারণ ভাইরাস করোনা।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে গেছে সবধরনের খেলা। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্সের জাতীয় দলে ফেরার সম্ভবনাও এখন প্রশ্নের মুখে।
দক্ষিণ আফ্রিকার একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে প্রোটিয়া ব্যাটিং গ্রেট ডি ভিলিয়ার্স নিজেই বলেন, আগামী ছয় মাসে কি হবে তা আমাদের কারোর জানা নেই! যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরে হয় তাহলে কিন্তু অনেক কিছুই বদলে যাবে। এখন হয়তো আমি তৈরি, কিন্তু পরের বছর আমি শারীরিকভাবে কোন জায়গায় থাকব, আদৌ পুরোপুরি ফিট থাকবো কিনা! সেটা তো আমার জানা নেই।
ডি ভিলিয়ার্স আরও বলেন, আমি বাউচারের সঙ্গে কথা বলেছিলাম। আমি আগ্রহী ছিলাম দলে ফিরতে। এমনকি দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব বলেছিলাম। কিন্তু এখন তো আর আমি খেলতে পারব না। তাই আমি প্রতিশ্রুতি দিতে চাইনা।
প্রসঙ্গত, এবি ডি ভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তবে খেলা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।