ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন সাংবাদিক তরিকুল শিবলী। নির্বাচনের পর শুক্রবার রাতে নবনির্বাচিত ডাকসু নেতারা এবং ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারা তার পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় তারা নিহত সাংবাদিকের দুই সন্তানের খরচ বাবদ নগদ দুই লাখ টাকা পরিবারের হাতে তুলে দেন।
ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ তার ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি লিখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান— চার বছরের আয়াত ও দেড় বছরের আজমীন।”
ফরহাদ আরো জানান, সাক্ষাতের সময় নিহত সাংবাদিকের বড় সন্তান আয়াত তাকে বলেছে, “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো।”
ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা দেওয়া হলেও ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন নবনির্বাচিত জিএস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।