তরুণ নেতৃত্ব না এলে দেশের পরিবর্তন হবে না: মনিরা শারমিন

জুমবাংলা ডেস্ক : তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন।

শুক্রবার (৬ ডিসেম্বর) নাটোরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মনিরা শারমিন বলেন, তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হবে না। আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছেন তাদের বুঝতে হবে যে তরুণদের সুযোগ করে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তরুণ নেতৃত্ব না এলে বাংলাদেশের পরিবর্তন হবে না।

তিনি বলেন, এটা আমরা গত ৫৩ বছর দেখেছি। রাজনীতিবিদেরা এই জায়গাতে খুবই সংকীর্ণ মনোভাব দেখিয়েছেন। আমরা চাই, বাংলাদেশ তরুণ নেতৃত্বে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করব যাতে তরুণরা তৃণমূল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।

মনিরা শারমিন বলেন, যারা আগামীতে চলনবিলের নদী খাল দখল করবে তাদের রাজনৈতিকভাবে সহযোগিতা করা হবে না। আমরা বুলেটের ভয় পাইনি, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই।

অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য, তাহসিন রিয়াজ ও সাঈদ মোস্তাফিজ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের প্রশংসা করে ফেসবুকে গোলাম রাব্বানীর পোস্ট