স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টেস্টে মোট উইকেটের তালিকায় অনিল কুম্বলে ও কপিল দেবের পরেই আছেন। অথচ সেই তাকেই নাকি শুনতে হয়েছিল বিদেশের মাটিতে ভারতের সেরা স্পিনারের নাম কুলদীপ যাদব! তাও আবার দলের কোচ রবি শাস্ত্রীর মুখে। এ কথা শুনে ভেঙে পড়েছিলেন অশ্বিন। তার মনে হয়েছিল তাকে কেউ বাসের নীচে ছুড়ে ফেলে দিয়েছে।
২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ। অশ্বিন নেন ৩ উইকেট। সেটাও আবার ইনজুরি নিয়ে। তারপরও যোগ্য প্রশংসা পাননি তিনি। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘প্রথম ইনিংসে প্রথম ৪ উইকেটের মধ্যে আমিই ৩ উইকেট নিয়েছিলাম। সেটাও গতিময় উইকেটে। পেটে চোট নিয়ে ৫০ ওভারের বেশি বল করেছিলাম। কিন্তু ম্যাচের পরে আমাকে শুনতে হয়েছিল নাথান লায়ন ৬ উইকেট নিয়েছে। আমি ৩ উইকেট নিয়েছি।’
ম্যাচ শেষে শাস্ত্রী বলেছিলেন বিদেশের মাটিতে ভারতের সেরা স্পিনার কুলদীপ। বাঁ হাতি স্পিনারের জন্য তার গর্ব হলেও যেভাবে তাকে উপেক্ষা করা হয়েছিল তাতে আঘাত পেয়েছিলেন অশ্বিন। তিনি বলেন, ‘কুলদীপের জন্য আমি খুব খুশি ছিলাম।
একজন তরুণ স্পিনার হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ৫ উইকেট নেওয়া সহজ ব্যাপার নয়। কিন্তু অনেক সময় ভালো বল করেও পাঁচ উইকেট পাওয়া যায় না। কুলদীপ সেটা করে দেখিয়েছিল। রবি ভাইকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যাচ শেষে তার কথায় খুব আঘাত পাই। মনে হচ্ছিল আমাকে কেউ বাসের তলায় ফেলে দিয়েছে। হোটেলে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে স্বাভাবিক করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।