আগস্টের শুরুতে যখন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসেন তখন তাইওয়ানকে ঘিরে নিজেদের সবচেয়ে বড় সামরিক প্রশিক্ষণ চালায় চীন।
এমন উত্তেজনার মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রের মিসাইল বহনকারী দুটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে পার হয়।
যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালী দিয়ে তাদের দুটি মিসাইলবাহী জাহাজ চালিয়ে নিয়ে গেলেও চীন বিষয়টি নিয়ে একেবারেই চুপ আছে। এটি অনেককে অবাক করেছে।
এর আগে যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালি দিয়ে গেছে তখন শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।
কিন্তু এবার কেন চুপ?
কলিন কোহ নামে সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত চার বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো একসঙ্গে দুটি যুদ্ধ জাহাজ প্রণালি দিয়ে নিয়ে গেছে।
বিষয়টি নিয়ে চীন কেন খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি এর কারণ ব্যাখ্যা করে এ বিশ্লেষক বলেন, এর তিনটি কারণ থাকতে পারে।
প্রথমটি হলো- চীন খুব সম্ভবত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়টি চিন্তা করে নিজেরা প্রতিক্রিয়া জানায়নি। কারণ আন্তর্জাতিকভাবে তখন বলা হতে পারে; তাইওয়ান প্রণালীর বেশিরভাগ হলো আন্তর্জাতিক সমুদ্রসীমার ভেতর। যদি চীন এ যুদ্ধ জাহাজটি আটকানোর চেস্টা করত তাহলে বিষয়টি অন্য দেশের জাহাজ যাওয়ার ক্ষেত্রেও হুমকি হিসেবে ধরত আন্তর্জাতিক সম্প্রদায়।
দ্বিতীয় কারণ হলো- ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে চীন। যোগাযোগ না থাকায় এখন যদি তারা যুক্তরাষ্ট্রের জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
তৃতীয় কারণটি হতে পারে- যুক্তরাষ্ট্র ও চীন সামরিক দিক ছাড়া আরও অন্যন্য ক্ষেত্রে একইসঙ্গে কাজ করে। চীন চায় না এই সম্পর্ক খারাপ হয়ে যাক।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।