তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বছর তিনেক পর লাল বলের ক্রিকেট খেলছে দল। এমনকি একাদশের অর্ধেক ক্রিকেটারই এই সময়ে প্রথম শ্রেণীর কোনো ম্যাচও খেলেননি। সবমিলিয়ে মিপুরে আইরিশদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।

সেই ‘বাংলা পরীক্ষার’ প্রথম পর্বে লেটার মার্ক তুলতে না পারলেও বুক চিতিয়ে লড়াই করেছে আয়ারল্যান্ড।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে থেমেছে আইরিশরা। যেখানে একাই ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ
মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

আবারও বিজ্ঞাপনে জুটি বাঁধলেন সাকিব-শিশির