Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তাঞ্জানিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র দারুস সালামে বুধবার রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ৮টার পরপরই ভূপৃষ্ঠের মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভিকিন্দুর ৬৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। দারুস সালামের একেবারে উপকণ্ঠে ভিকিন্দু অবস্থিত।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে নাইরোবি এবং পার্শ্ববর্তী দেশ কেনিয়াতে এ
ভূমিকম্প অনুভূত হয়। পূর্ব আফ্রিকায় সাধারণত ভূমিকম্প হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।