বিনোদন ডেস্ক : রায়হান রাফীর পরিচালনায় ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।
শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে ২৬ মার্চ জানা যায়, ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর থাকবেন ঢালিউড সুপারস্টারের বিপরীতে। তবে নতুন খবর হচ্ছে, সিনেমায় থাকছেন না তিনি। খোঁজ করা হচ্ছে নতুন নায়িকা। এরই মধ্যে ছোট পর্দার নবাগত এক অভিনেত্রীর সঙ্গেও আলাপ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র গণমাধ্যমের কাছে দাবি করে বলেছে, সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছেন না। ৮ এপ্রিলে সেই কারণেই শুট শুরু হয়নি। তবে ঠিক কী কারণে সাবিলা নূর থাকছেন না তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আজকের পত্রিকা।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’ দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। সেখানে জয়া আহসানকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে। এছাড়াও সিনেমায় মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ। ‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফীর নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান।
এদিকে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথমদিন থেকেই আশাতীত ব্যবসা করছে। যেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।