আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সুপার টাইফুন ‘নানমাদোল’র তাণ্ডবে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। স্থানীয় সময় রোববার সকালে জাপানের দক্ষিণের দ্বীপ কিউশুসহ বেশ কিছু জায়গায় নানমাদোল আঘাত হানে। আগামী কয়েক দিনের মধ্যে মূলদ্বীপ হনশুর ওপর আঘাত হানতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। খবর বিবিসি।
দেশটির দেখা সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড় বলা হচ্ছে নানমাদোলকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলেছে দেশটির আবহাওয়া সংস্থা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ১০ হাজার মানুষ রোববার রাত কাটিয়েছে জরুরি আশ্রয়কেন্দ্রে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সাড়ে ৩ লাখ বাড়ি। বন্ধ রয়েছে পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও দোকানপাট। বাতিল করা হয়েছে বুলেট ট্রেন পরিষেবা, ফেরি ও শতাধিক ফ্লাইট।
জেএমএ জানিয়েছে, মঙ্গলবার ঘূর্ণিঝড়টি হনশু দ্বীপের উত্তর উপকূলে পৌঁছতে পারে। এরপর প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এগোতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।