স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। আফগানিস্তানের দেওয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করেই চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ দল।
জয়ের জন্য পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন ২৬২ রান ও আফগানিস্তানের দরকার ৪ উইকেট। এদিকে এই টেস্টে বাংলাদেশ একাদশে ছিল না কোনো পেসার। একাদশে পেসার না থাকা নিয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমি যেটা ম্যাচের আগের দিনও বলেছি, পেসারদের জায়গাটা ডিজার্ভ করতে হবে তো, নাকি।’
তিনি আরো বলেন, ‘আজকেই আমি পেসারদের পরিসংখ্যান দেখছিলাম। আমাদের পেসারদের ইকোনমি ৪.৪১। ওরা যদি পুরো ৯০ ওভার বোলিং করে তাহলে একদিনেই রান দেবে ৪০০। আমরা তাহলে কিন্তু প্রথম দিনই টেস্টের বাইরে।’
সাকিব আরো বলেন, ‘পেসারদের ইকোনমি রেট যদি ২.৮ কিংবা ২.৯ থাকে এবং ওরকম স্ট্রাইক রেট থাকলে তখনই না আমরা ওদেরকে নিতে পারব। আমাদের কোনো বোলার যদি আমাদের কাজেই না আসে, তাকে নিয়ে লাভটা কী?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।