আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় চার বছর ধরে আটক থাকার পর ইরানের আটজন নাবিক দেশে ফিরেছেন। সোমবার নাবিকরা ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর চবাহারে পৌঁছান।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হামিদ রেজা তুসি জানান, গত সপ্তাহে এই আট নাবিক তানজানিয়া থেকে মুক্তি পেয়েছেন।
তিনি জানান, আফ্রিকার এ দেশটিতে অবস্থিত ইরানের দূতাবাস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নাবিকের মুক্তির পথ সহজ করেছে।
ইরানি নাবিকদের মুক্ত করার জন্য তানজানিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কয়েকদফা দেশটির প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
তুসি জানান, তানজানিয়ায় এখনো কমপক্ষে ২২ জন ইরানি জেলে আটক রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।