জুমবাংলা ডেস্ক : মাগুরার মহম্মদপুর উপজেলায় পাঁচ দিন আগে মধুমতি নদীতে ডুবে নিখোঁজ হওয়া চার বছরের শিশু ওমর ফারুককে জীবিত ফিরিয়ে দেবেন বলে আসর বসিয়েছেন এক নারী তান্ত্রিক ও তার সহযোগী চার পুরুষ। নদীর পাড়ে এ আসর দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ।
রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মধুমতি নদীর পাড়ে ওমর ফারুকের বাড়িতে আসর বসিয়ে তন্ত্র-মন্ত্র পাঠ করছেন ওই নারী তান্ত্রিক। তার পরিচয় জানা যায়নি।
তান্ত্রিক দাবি করেছেন, নদী থেকে জীবিত উঠে আসবে ওমর ফারুক।
ওমর ফারুক ফিরে এলে একটা কালো খাসি ও ২০ কেজি চাল দিতে হবে বলে দাবি করেছেন ওই তান্ত্রিক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মধুমতি নদীর পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করছেন। আসরে গান-বাজনা হচ্ছে। আশপাশের এলাকা থেকে অনেকে এসেছেন আসর দেখতে।
পোয়াইল গ্রামের আরিফুল ইসলাম (২৫), রায়পুরের আরব আলী (৩৫) ও বসুরধুলজুড়ির আলেয়া খাতুন (২৫) বলেন, ‘নদীতে হারিয়ে যাওয়া শিশুকে জীবিত ফিরিয়ে আনা হবে, এ খবর শুনে আসর দেখতে এসেছি।’
রাত সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আসর চলছিল। ওমর ফারুককে জীবিত ফিরে পাওয়ার খবর পাওয়া যায়নি।
ওমর ফারুকের বাবা গোলাম মাওলা শেখ বলেন, ‘আজ দুপুরে ওই নারী তান্ত্রিক আমার বাড়িতে আসেন। তিনি জানান, আমার নিখোঁজ ছেলেকে জীবিত এনে দেবেন। আমি এ বিশ্বাস থেকে তাকে আসর বসাতে বলেছি।’
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। মানুষের স্রোত ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। ওমরকে পাওয়া যাক বা না যাক, উৎসুক জনতার হাত থেকে ওই তান্ত্রিককে নিরাপদ রাখার চেষ্টা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।