জুমবাংলা ডেস্ক : ঢাকাসহ দেশের ৪ বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে এ তাপমাত্রা বাড়তে পারে। সামনে আরও গরম বাড়বে। আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে বলেও জানানো হয়।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহে ভোগান্তিতে পড়েছেন সড়কে কাজে বের হওয়া মানুষজন।
মঙ্গলবার অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
এতে আরও বলা হয়, উত্তরবঙ্গের নীলফামারী, দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এই প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।