দেশজুড়ে শীতের দাপটের মধ্যে জানুয়ারি মাস জুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের প্রকোপ বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হবে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু থেকে মাঝারি, যেখানে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাকি এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র, তখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, শৈত্যপ্রবাহের সময় জনজীবনে স্থবিরতা দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাতটি জেলায় সম্প্রতি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে, এতে শীত কিছুটা কম অনুভূত হলেও রোববার থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


