দু’বছর একসঙ্গে থাকার পরে বিচ্ছেদ হয় তামন্না ভাটিয়া ও বিজয় বর্মার। বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ। তামন্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তামন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় রাজি ছিলেন না। বিচ্ছেদের পরে বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে কি বেগ পেতে হচ্ছে তামন্নাকে? সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে সেই প্রশ্ন উঠেছে।
সাদা শার্ট, প্রসাধনহীন মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা আর এলোমেলো চুল। এমন বেশেই ছবি ভাগ করে নিয়েছেন তামন্না। জীবনে ঠিক কী করতে চান, কী ভাবে বাঁচতে চান— এগুলি নিয়ে ভাবার অধ্যায়ে তিনি রয়েছেন, জানিয়েছেন তামন্না। তিনি লিখেছেন, “কী করতে হবে, তা নিয়ে ভাবার পর্বে রয়েছি। এই পর্বে আপনি অর্ধেক পরিকল্পক, অর্ধেক আবিষ্কারক। এই পর্বে প্রতিটি সূক্ষ্ম বিষয় গুরুত্বপূর্ণ। প্রতিটি ভুল থেকে এই পর্বে শিক্ষা নিতে হয়।”
তামন্নার এই মন্তব্য দেখে অনুরাগীদের প্রশ্ন, “বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো এখন ভুল বলে মনে করছেন অভিনেত্রী? সেই ভুল থেকেই কি শিক্ষা নিচ্ছেন তিনি?” তামন্না তাঁর পোস্টে আরও লেখেন, “এই পর্বে নানা ভাবনা আসে। সেগুলি সব সঠিক নয়। কিন্তু তা-ও আসে। সত্যি কথা বলতে, এটাই ম্যাজিক এই অধ্যায়ের। সব চকচকে উজ্জ্বল বিষয়ের পিছনের বিষয়গুলোও কিন্তু চকচকে হয় না। নানা সিদ্ধান্ত ও নানা সন্দেহ থাকে।”
উল্লেখ্য, তামন্নাকে শেষ দেখা গিয়েছে ‘ওডেলা ২’ ছবিতে। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবি থেকে সম্পর্কে জড়িয়েছিলেন বিজয় ও তামন্না। দু’বছর প্রেম ছিল তাঁর। বলিউডে নতুন গুঞ্জন ফাতিমা সনা শেখের সঙ্গে নাকি প্রেম করছেন বিজয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।