স্পোর্টস ডেস্ক : অসুস্থতা নিয়ে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। সুযোগটা কাজে লাগালেন মুশফিকুর রহিম। তামিমকে ছাড়িয়ে বিপিএলে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
তামিমকে ছাড়াতে শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট থান্ডারের বিপক্ষে মুশফিকের দরকার ছিল ১২ রান। মনির হোসেনের বল অফ সাইডে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে রান নিয়ে চূড়ায় উঠে যান খুলনা টাইগার্সের অধিনায়ক।
বিপিএলে ৬০ ইনিংসে ১৯৩৫ রান করেছেন তামিম। নিজের ৭১তম ইনিংসে তাকে ছাড়িয়ে গেলেন মুশফিক।
এবারের বিপিএলে দারুণ ফর্মে আছেন মুশফিক। প্রথম ম্যাচে করেছিলেন অপরাজিত ২৮ রান। পরের ম্যাচে খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর করেন অপরাজিত ১৭। চতুর্থ ম্যাচে শেষ পর্যন্ত কত করেন, সেটাই এখন দেখার।
তামিম এবার ঢাকা প্লাটুনের হয়ে তিন ম্যাচে করেন ৫, ৭৪ ও ৩১। কুঁচকির চোট ও ভাইরাল জ্বরের কারণে ঢাকার পরের ম্যাচে তিনি খেলতে পারেননি। চট্টগ্রামে ঢাকার বাকি দুই ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।