স্পোর্টস ডেস্ক : আরেকটু হলেই জিম্বাবুয়ের কাছে হেরে বসত বাংলাদেশ। ৩২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারানো জিম্বাবুয়ে শেষদিকে ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তাতে মূল অবদান তামিম ইকবালের।
১৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। যদিও বোলারদের বদান্যতা সেই ভিতকে নড়বড়ে করে তুলেছিল। দিনশেষে জয়ীর আসনে বাংলাদেশ বলে তামিমই নায়ক। ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপকালে মাশরাফি বিন মুর্তজা তামিমের প্রশংসা করলেন। জানালেন, তামিম সবসময়ই দলের বিশেষ অংশ।
মাশরাফি বলেন, ‘তামিম সবসময়ই আমাদের কাছে বিশেষ একজন খেলোয়াড়। সে রান করার পর খুশি আছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। তার সাথে বাকিরাও ব্যাট হাতে ভালো করেছে, স্বস্তিদায়ক ব্যাপার।’
ম্যাচের শেষদিকে জিম্বাবুয়ে দ্রুতগতিতে রান তুলছিল। আরেকটু এদিক-সেদিক হলে হয়ত সফরকারীরা ম্যাচটা জিতেই যেত। স্বভাবতই বাংলাদেশের বোলিং উঠছে কাঠগড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।