স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে তাঁকে আর দেখা যাবে না, সে ঘোষণা আরও প্রায় দুই বছর আগেই দিয়ে দিয়েছেন। ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা তামিম বাংলাদেশের জার্সিতে ওয়ানডে আর টেস্টেও খেলবেন কি না, সেটিও এখনো অজানা।
তবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আর মাস তিনেকের দূরত্বে দাঁড়িয়ে, এবারের বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে তামিম ইকবালের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘশ্বাস না ছড়িয়ে পারে না! আর ১৯ দিন পর ৩৫তম জন্মদিনের কেক কাটতে যাওয়া তামিম যে এই বিপিএলেই দেখিয়ে দিলেন, তিনি এখনো সংক্ষিপ্ততম ফরম্যাটেও ফুরিয়ে যাননি!
যেদিক থেকেই দেখুন না কেন, এবারের বিপিএলটা তামিমের জন্য সব পাওয়ার এক টুর্নামেন্ট হয়ে থাকছে! ফাইনালে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিপিএলের ট্রফিটা বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন তামিম, সে পথে শুধু ফাইনালের ম্যাচ সেরা বাদ দিলে তাঁর পক্ষে সম্ভব সব বড় পুরস্কারই তো তামিম জিতে নিলেন!
টুর্নামেন্টের শিরোপাজয়ী তারকা? তামিম। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান কার? তামিম! টুর্নামেন্টের সেরা খেলোয়াড়? তা-ও তামিমই!
টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ধারাবাহিক না থাকলেও গ্রুপপর্বের শেষদিক থেকে সেই যে রানের বান ছোটালেন ‘খান সাহেব’, তাতে খানখান হয়ে গেল একে একে সব দল! শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাংলাদেশি ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াই চলেছে তামিমের। তবে আজ ফাইনালে তামিম ইনিংসে দশম রানটি করতেই নিশ্চিত হয়ে যায়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই হচ্ছেন!
তবে ১০-এই থামলে এই তামিমের আর চলবে কেন! আজ ফাইনালে লক্ষ্য যখন ছিল ১৫৫ রানের, তামিম দলকে ৭৬ রানে রেখে আউট হওয়ার আগে জয়ের ভিত গড়ে দিয়ে গেলেন ২৬ বলে ৩৯ রানের ইনিংসে। তাতে টুর্নামেন্টে তার রান হয়ে গেল ৪৯২!
সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার তো তাঁর পাওনাই ছিল, কিন্তু সে পথে ৩৫.১৪ গড়ে, ৩ ফিফটিতে আর ১২৭.১৩ স্ট্রাইক রেটে ধারাবাহিকভাবে বরিশালকে রান জুগিয়ে যাওয়া তামিমের টুর্নামেন্ট সেরা হওয়াও প্রাপ্যই ছিল।
প্রাপ্যটা বুঝে পেলেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।