স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে পায়ের কুঁচকির চোট আর জ্বরে ভুগছেন তামিম। জ্বর কমলেও সেই চোটের কারণে বিপিএলের দ্বিতীয় পর্বে এখনো মাঠে নামা হয়নি তার। এ জন্য চোটের অবস্থা জানতে ঢাকার অন্যতম বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করান তিনি। কিন্তু পায়ের কুঁচকির পরিবর্তে কোমরে পরীক্ষা করল তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের এমন ভুলে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পাশাপাশি অবাক হয়েছেন তামিম ইকবালও।
এ ব্যাপারে তামিম জানিয়েছেন, পুনরায় স্ক্যান করাতে হবে। ফলে মাঠে ফেরার প্রক্রিয়ায় পড়তে যাচ্ছে কিছুটা হলেও ভাটা। প্রত্যাশিত সময়ের চাইতে লাগতে পারে দুই-একদিন বেশি সময়।
উল্লেখ্য, ঢাকা পর্বের তিন ম্যাচে এক ফিফটিতে ১১০ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৫ রানে ফিরলেও কুমিল্লার বিপক্ষে খেলেন ৭৪ রানের ইনিংস। ঢাকায় তৃতীয় ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৩১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।