স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শুক্রবার (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কখনও জয় পাওয়া হয়নি। এবার ইতিহাস বদলের মিশনে সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিবাচক শুরু করেছে বাংলাদেশ।
দিবারাত্রির এই ম্যাচে অবশ্য টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে টাইগারদের ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
লুঙ্গি এনগিদির করা প্রথম ওভারে কোনো ঝুঁকি নেননি তামিম ইকবাল। ফলে ওই ওভারে কোনো রানও করতে পারেনি বাংলাদেশ। প্রথম ২ ওভারে মাত্র ২ রান নিতে পারে সফরকারীরা।
তবে এনগিদির করা ইনিংসের তৃতীয় ওভারে ছক্কা দিয়েই রানের খাতা খুলেছেন তামিম। আপার কাটে বল বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেন বাংলাদেশ দলপতি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। তামিম আর লিটন দুজনই অপরাজিত সমান ১৩ রান নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।