স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবালের ছেলে আরহামের নামাজ পড়ার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তামিম ইকবাল তার ইন্সট্রাগ্রাম আইডিতে ছেলে আরহামের নামাজ পড়ার এই ছবি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘Allah bless you Abbajan’
ছবিটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরকালে তোলা হয়েছিল।
তামিম ইকবাল বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে’র অধিনায়ক। তিনি ১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
তামিম ইকবাল ২০০৫ সালে বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেন। সেই বার ইংল্যান্ডের বিপক্ষে ৭১ বলে ১১২ রানের একটি ইনিংস খেলেন। বাংলাদেশ ক্রিকেটে সজোরে ব্যাট করার ক্ষেত্রে তামিম ইকবালকে তখন থেকেই দক্ষ মনে করা হতো বিশেষত অফ-সাইডে তামিম ইকবালের ব্যাটিং ক্রিকেটভক্তদের মুগ্ধ করেছে।
২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় তামিম ইকবালের।
টেস্ট অভিষেকে নিউজিল্যান্ডের ডানেডিনে তামিম ৮৪ রানের একটি ইনিংস খেলেন।
তামিম ইকবাল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের মালিক।
২০১৫ বিশ্বকাপ পর্যন্ত ধারাবাহিক না হওয়ার কারণে দলে তামিম ইকবালের অন্তর্ভূক্তি নিয়ে নানা কথা উঠলেও তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে সুপরিচিত এখন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।