স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের বেশ আগে থেকেই তামিম ইকবাল একাদশে থাকবেন কিনা সেটি নিয়ে ছিল সংশয়। পিঠের পুরোনো ব্যথা ফিরে আসায় ব্যাটিং অনুশীলনটাই তিনি করতে পারেননি ঠিকমতো। অবশেষে শঙ্কা রূপ নিলো বাস্তবে। ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তামিমের।
ব্যথা পুরোপুরি না সারায় তাকে রাখা যাচ্ছে না আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিমের অনুপস্থিতিতে আফগানদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে জাকির হাসানের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে মাহমুদুল হাসানকে।
গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে তামিমকে না পাওয়া নতুন কিছু না। এর আগে পিঠের চোটে পড়েছিলেন তিনি ইংল্যান্ড সিরিজের আগ মুহূর্তে। বিপিএলে খেলতে গিয়ে পেয়েছিলেন আঙুলে ব্যথা। যার কারণে তিনি মিস করেছিলেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দুটি।
এখানেই শেষ নয়। পেটের পীড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টেও খেলতে পারেননি বাঁ-হাতি এই ব্যাটার। সবশেষ কুচকির ইনজুরিতে পড়ে তার খেলা হয়নি ভারতের বিপক্ষে সিরিজে।
এই নিয়ে ইনজুরির কারণে সিরিজ শুরুর আগেই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারাল টিম টাইগার্স। প্রথমে আয়ারল্যান্ড সিরিজে পাওয়া আঙুলের ইনজুরি ছিটকে দেয় নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। এবারে ছিটকে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।