
বিনোদন ডেস্ক : রুটিন চেকআপের জন্য ভারতের তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জনপ্রিয় এ অভিনেতা মূখপাত্র রিয়াজ কে আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়সের কারণে শরীরে কিছু দিন পর পরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তবে তিনি দ্রুতই বাসায় ফিরবেন। চিন্তার কোনও কারণ নেই। সঙ্গে ছিলেন মেয়ে ঐশ্বর্য এবং জামাই রবিচন্দ্রন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
রজনীর নতুন ছবি ‘আন্নাথে’ আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির আগমুহূর্তে তার হাসপাতালে ভর্তি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে আরও। ভক্তদের মধ্যে তৈরি হলো আশঙ্কার আবহ। যদিও ‘থালাইভা’র ঘনিষ্ঠমহল থেকে জানানো হয়েছে, এটা একেবারেই রুটিন চেকআপ। তবুও ভক্তদের মধ্যে যেন আশঙ্কা কাটছেই না প্রিয় অভিনেতাকে ঘিরে। গত বছর ডিসেম্বরে শুটিংয়ের মাঝ থেকে তুলে নিয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রজনীকান্তকে। তখন তার শরীরে রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দু’দিন পরই তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল সিনেমা জগতে কেটে গেছে ৪৫ বছর। অভিনয় করেছেন বলিউডেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


