বিনোদন ডেস্ক : ‘আমি এখনো তাকে হাত খরচ দিই, কিন্তু সে আমার মন চুরি করে নেয়। একসঙ্গে কেনাকাটা করতে গেলে এখনো জানতে চায় আমি কিছু কিনব কিনা।’—ভাই আহান প্রসঙ্গে কথাগুলো বলেন সুনীল কন্যা আথিয়া।
বলিউড অভিনেতা সুনীল শেঠির আথিয়া ও আহান শেঠি নামে দুই সন্তান রয়েছে। দুই ভাই-বোনের মধ্যে দারুণ সম্পর্ক। আবার বাবা-মাকেও ভীষণ ভালোবাসেন তারা। এ প্রসঙ্গে আথিয়া শেঠি বলেন, ‘আমরা বাবা-মায়ের কার্পন কপি। আমি বাবার ব্যক্তিত্বের কার্বন কপি আর আহান মায়ের।’
এদিকে মিলান লুথারিয়া পরিচালিত রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘তাদব’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আহান শেঠির। এটি তেলেগু ‘আরএক্স ১০০’ সিনেমার রিমেক। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তারা সুতারিয়া।
ভাইয়ের বলিউড অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আথিয়া শেঠি। তার ভাষায়, ‘সালমান স্যারের ‘ওহ ওহ জানে জানা’ গানের সঙ্গে ছোটবেলায় নাচত আহান। আসলে আহান অভিনেতাই হতে চেয়েছিল। আমাদের পরিবারও তার নিজের মতো ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিয়েছে। তার অভিষেকের বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত।’
তিনি আরো বলেন, ‘‘সত্যিকার অর্থে আমরা তাকে কোনো টিপস দেই না। প্রত্যেকে নিজের মতো করে তার যাত্রা শুরু করে। যখন সহযোগিতা প্রয়োজন হবে তখন আমরা পরস্পরের জন্য আছি। আমার মনে আছে—আহানের প্রথম শুটিংয়ের কথা। সেদিন সকালে শুটিংয়ে যাওয়ার আগে তাকে আমরা শুধু ‘অল দ্য বেস্ট’ বলেছিলাম। কিন্তু কোনো উপদেশ কিংবা টিপস দেইনি।’’
অন্যদিকে ২০১৫ সালে সুরজ পাঞ্চোলির সঙ্গে ‘হিরো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় আথিয়ার। কিন্তু সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরপর অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মুবারাকান’ সিনেমায়। ২০১৭ সালের ২৮ জুলাই মুক্তি পায় এটি। গত বছরের মাঝামাঝি মুক্তি পায় তার তৃতীয় সিনেমা ‘নওয়াবজাদে’।
আথিয়া শেঠি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মতিচুর চাকনাচুর’। প্রবাসী যুবককে বিয়ে করতে আগ্রহী একটি মেয়ে ও বিয়ের জন্য মরিয়া এক যুবকের গল্প নিয়ে এ সিনেমার কাহিনি। এতে যুবকের ভূমিকায় নওয়াজউদ্দিন ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আথিয়া। দেবমিত্র বিসওয়াল পরিচালিত এই সিনেমা গত ১৫ নভেম্বর মুক্তি পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।