শুরুতেই পদার্থবিদ্যার একটা ছোট্ট পাঠ দেখা যাক। তারহীন যন্ত্রগুলো ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে। ব্লুটুথ এমন দুটি যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে, যেসব অল্প দূরত্বে অবস্থিত। যেমন আমাদের হাতের ফোন থেকে হেডফোন বা ইয়ারফোন পর্যন্ত।
যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফিজিকসের মতে, ব্লুটুথ বেতার তরঙ্গের অতি উচ্চ তরঙ্গদৈর্ঘ্য আকারে খুব অল্প বিকিরণ নিঃসরণ করে। এর তরঙ্গের পাল্লা মাত্র ২ দশমিক ৪০২ থেকে ২ দশমিক ৪৮ গিগাহার্টজ। প্রকৃতপক্ষে তারহীন ইয়ারবাডগুলো মুঠোফোনের চেয়ে কম তরঙ্গ নিঃসরণ করে। ২০১৯ সালে এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, স্মার্টফোনের তুলনায় তারহীন ইয়ারফোন ১০ থেকে ৪০০ গুণ কম তরঙ্গ বিকিরণ করে।
আদতে আমরা প্রতিনিয়তই এমন অল্প পরিমাণ বিকিরণের মধ্যে থাকি। এটা কম্পিউটার থেকেও হয় কিংবা সূর্য থেকেও আসে। তাহলে এর কোনোটা কি ক্যানসার তৈরির মতো তরঙ্গ বিকিরণ করে?
ইয়ারবাডের মতো অল্প বেতার তরঙ্গের বিকিরণ থেকে ইঁদুরের শরীরে ক্যানসার দানা বাঁধার কিছু প্রমাণ মিলেছে। ২০২০ সালে ন্যাশনাল টক্সিকোলজি জার্নালে প্রকাশিত ইঁদুরের ওপর পরিচালিত একটি গবেষণায় বলা হয়, বেতার তরঙ্গের মতো বিকিরণ থেকে এদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও অ্যাড্রিনাল গ্রন্থির কিছু ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয়। তবে মানুষের ওপর পরিচালিত গবেষণায় এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।