তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারী (৩৫) ধর্ষণের আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তরা প্রতিবন্ধী নারী ধর্ষণকারী দেলোয়ার হোসেনকে (৬০) দ্রুত বিচার ও গ্রেফতারের জোর দাবি জানান।
উল্লেখ্য, উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট এলাকার দেলোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির বাসায় প্রায় ৬-৭ বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন ওই প্রতিবন্ধী নারী। গত ১ এপ্রিল দেলোয়ার হোসেন ওই প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং এর ফলে ওই নারী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়।
পরে ৫ জুলাই প্রতিবন্ধী নারীর বাবা বাদি হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি তারাগঞ্জ থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার শীল বলেন, আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।