তারা মাছ বা স্টার ফিশের পাঁচটি আঙুলের মতো অঙ্গ ছড়ানো থাকে। মাঝখানের একটি কেন্দ্রীয় কাঠামো মাছটিকে তারার আকৃতি দান করে। সাধারণত মাছ লম্বা ধরনের হয়। সামনে মাথা ও পেছনে লেজ। কিন্তু তারা মাছের বৈচিত্র্যময় আকার ও আঙুল পাঁচটি ছড়ানো কেন, তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল।
স্মিথসোনিয়ান ম্যাগাজিন (জানুয়ারি ২০১৯) এ বিষয়ে ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির ইমেরিটাস জ্যেষ্ঠ বিজ্ঞানী ডেভ পওসনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে তারা মাছের পাঁচ আঙুলের বিশেষ সুবিধা রয়েছে। এদের আঙুলের মাথায় বিশেষ ধরনের চোখ থাকে। এই চোখ দিয়ে ওরা আলোর তীব্রতা বুঝতে পারে।
আঙুলের গোড়ায় থাকে টিউবের মতো পা, যা তাদের যেকোনো দিকে হাঁটতে সাহায্য করে। বিশেষ প্রজাতির তারা মাছ কোনো দুর্ঘটনা বা শত্রুর আক্রমণে আঙুল হারালে আবার সে আঙুল জন্ম নেয়। এমনকি বিচ্ছিন্ন কোনো আঙুলের সঙ্গে তাদের কেন্দ্রীয় কাঠামোর অংশবিশেষ যুক্ত থাকলে কালক্রমে সে কেন্দ্রীয় কাঠামো গঠনও করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।