বিনোদন ডেস্ক : এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ ছিলেন তমালিকা ও তারিন এই দুই অভিনয়শিল্পী। তমালিকা অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিলেও তারিন অভিনয় ও নাচের জন্য দেশেই ছিলেন। আজ তমালিকা কর্মকারের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল, তারিন এখন যুক্তরাষ্ট্রে।
তমালিকার সঙ্গে তারিনের দেখা হয়েছে নিউ জার্সিতে।
আর এই দেখা হওয়ার মুহূর্তটি তমালিকার কাছে ছিল মহামূল্যবান। অন্তত তমার ফেসবুক হ্যান্ডেল থেকে এমনটাই স্পষ্ট উপলব্ধি করা যায়। তারিনকে পেয়ে আবেগে আপ্লুত, রীতিমতো উত্তেজিত তমালিকা।
আবেগে জড়িয়ে ধরলেন দুজন দুজনকে
তমালিকা বলছেন, ‘সে ফোন করল, আমি আসছি তমালিকা আপু, দ্যাটস ইট, শুধু এটাই। আমি অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম তাঁকে দেখে। তারিন আড়াইটার সময় ফোন করল। কিন্তু কখন আসবে উল্লেখ করল না, কারণ সে সময় আরেক বোনের সঙ্গে সে ছিল। ’
‘অবশেষে সে আমাকে নিউ জার্সিতে দেখতে এলো, আমি স্পর্শ করলাম তাঁকে। এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না… ’ এমনটাই বললেন তমালিকা।
রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর জন্য তমালিকা বিশেষভাবে পরিচিত। তিনি একই সঙ্গে কোরিওগ্রাফার এবং প্রশিক্ষক। তিনি রাঢ়াঙয়ের ১৭৫টি মঞ্চাভিনয় করেছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে সমানভাবে পদচারণ রয়েছে তার।
তার চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় ‘অন্য জীবন’-এর মাধ্যমে। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হলো- এই ঘর এই সংসার (১৯৯৬), কীত্তনখোলা (২০০০) ও ঘেটুপুত্র কমলা (২০১২)। কীত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।