জুমবাংলা ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান বলেছেন, ২০১৮ সালের ২৫ জুন বাসার দরজা ভেঙে আমাকে গ্রেফতার করে ডিজিএফআই ও ডিবি পুলিশ। সে সময় ডিজিএফআই এর ডিজি মেজর সাইফুল আবেদীন এবং ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান। চোখ বাঁধা অবস্থায় ডিজিএফআই এর গাড়িতে তুলে ডিবি অফিসের মিন্টু রোডে নেওয়া হয়েছিল আমাকে।
সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে এসব কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
মিজানুর রহমান বলেন, ডিবি অফিসে আমাকে নিয়ে তারেক রহমানের নামে ইমপ্লিকেট করে ষড়যন্ত্রমূলক একটা ঘটনা ভিডিওতে বলার জন্য চাপ প্রয়োগ করেছিল ডিবির কর্মকর্তারা। অনেক চাপ দিচ্ছিল। আমার স্ত্রী ও মেয়ের নামে মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। পরে গভীর রাতে বলা হলো আপাতত তারেকের বিরুদ্ধে জবানবন্দি দিতে হবে না।
তিনি বলেন, সম্ভবত নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমাকে গ্রেফতার করার পর আমার মেয়ে লাইভ করার কারণে সব জায়গাতে ছড়িয়ে পড়েছিল। পরে মেয়েকে ফোন করে লাইভ ডিলেট করে দিতে বলে আমাকে। পরে আমি ফোন করে মেয়েকে ভিডিও ডিলেট করে দিতে বলি।
মিজানুর রহমান আরও যোগ করেন, এর আগে ২০১৩ সালে ২ সেপ্টেম্বর আশুলিয়ায় অবস্থিত আমার মার্কেটের সামনে থেকে প্রথম গ্রেফতার করে আমাকে। সেখান থেকে আমাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।