Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তারেক রহমানকে ফিরিয়ে আনার অগ্রগতি
    অপরাধ-দুর্নীতি জাতীয় স্লাইডার

    তারেক রহমানকে ফিরিয়ে আনার অগ্রগতি

    August 21, 20194 Mins Read

    হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: ২১ আগস্টের গ্রে’নেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক ১৬ আসামির সবাই দেশের বাইরে আছেন৷ তাদের ফিরিয়ে আনায় নানামুখী তৎপরতার কথা বলা হলেও এখনো কাউকে দেশে ফেরত আনা যায়নি৷

    ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় হয় গত বছরের ১০ অক্টোবর৷ রায়ে মোট জীবিত ৪৯ জন আসামির মধ্যে ১৯ জনকে মৃত্যুদন্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷ বাকি ১১জনের  স্বল্প মেয়াদে কারাদণ্ড হয়৷ মামলার রায়ের সময় ২৩ জন কারাগারে ছিলেন৷ পলাতক ছিলেন ১৮ জন৷ জামিনে ছিলেন আট জন৷ যারা কারাগারে ছিলেন তাদের মধ্যে সাবেক আইজিপি শহিদুল হক এবং আশরাফুল হুদা গত ২১ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন৷

    আর দু’জন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ডিএমপির সাবেক ডিসি (পূর্ব) ওবায়দুর রহমান এবং সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান রায়ের পর এই বছরের জানুয়ারি মাসে আত্মসমর্পণ করেন বলে জানান পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর(এনসিবি) এআইজি মহিউল ইসলাম৷

    এই মামলায় মোট আসামি ৫২ জন৷ রায়ের আগেই বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়৷

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পলাতক দেখনো হয়েছে৷ তিনি প্রায় ১১ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন৷ পলাতক বাকি ১৫ জনের কে কোথায় আছেন সে ব্যাপারে একটি ধারণা পাওয়া যায় পুলিশ সদর দপ্তরের নথি থেকে৷ তারা ইন্টারপোলসহ বিভিন্ন দেশের পুলিশের সঙ্গে পলাতকদের ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করছে৷ সেই যোগাযোগের তথ্য ধরে জানা যায়, মাওলানা তাজউদ্দিন সাউথ আফ্রিকায়, বিএনপির সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরব আমিরাতে, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ ভারতে, দুই ভাই আনিসুল মোরসালিন এবং মুহিবুল মুক্তাকিন ভারতের কারাগারে, বাবু ওরফে রাতুল বাবু ভারতে এবং লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ারদার কানাডায় অবস্থান করছেন৷ এছাড়া  জঙ্গি নেতা শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, মাওলানা আবু বকর, মাওলানা লিটন ওরফে জোবায়ের, খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম ওরফে বদর ও  ইকবাল এই সাত জন পাকিস্তানে অবস্থান করছেন৷৷ হারিস চৌধুরীর অবস্থান সম্পর্কে জানা যাচ্ছে না৷

    পলাতক আসামিদের মধ্যে মাওলানা তাজউদ্দিন, বাবু ওরফে রাতুল বাবু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিস চৌধুরীর বিরুদ্ধে  ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে গত বছর৷ তবে সেই নোটিশে তাদের অবস্থানের কথা বলা নেই৷

    তারেক রহমানকে ফেরত আনার জন্য ২০১৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাজ্যকে চিঠি দেয় ৷ কিন্তু এরপর নতুন কোনো চিঠি বা সরকারি যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে৷  তিনি ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হয়ে প্যারোলে মুক্তি নিয়ে লন্ডনে গিয়ে আর ফিরে আসেননি৷

    এই মামলার প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের ফেরত আনার চেষ্টা চলছে৷ কিন্তু একমাত্র তারেক ছাড়া পলাতকেরা এক জায়গায় অবস্থান করে না৷ ফলে তাদের অবস্থান সুনির্দষ্ট না হওয়ায় এখনো তাদের কাউকে ফেরত আনা যায়নি৷ এছাড়া তাদের ফেরত আনতে হলে ওইসব দেশে তারা আটক হলেই হবে না৷ তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি থাকতে হবে৷ সেটা না থাকায়ও জটিলতার সৃষ্টি হচ্ছে৷”

    আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘‘আমরা পলাতকদের ফিরিয়ে আনার সব ধরণের চেষ্টা করছি৷ আইনি পথে চেষ্টা করছি৷ কূটনৈতিকভাবেও চেষ্টা করছি৷ এইটুকু আমি বলতে পারি৷” আর তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো অগ্রগতির খবর জানতে পারেননি আইনমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘অগ্রগতির কোনো খবর আমার জানা নেই৷”

    এদিকে গ্রেনেড মামলায় কারাগারে আটক এবং জামিনপ্রাপ্তরা সবাই আপিল করেছেন৷ আপিল শুনানির অপেক্ষায় আছে৷ পলাতকেরা আত্মসমর্পণ না করলে আপিল করতে পারবেন না৷ রায়ের পর বলা হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানের সাজা বাড়ানোর আবেদন করা হবে৷ কারণ তাকেই ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ সৈয়দ রেজাউর রহমান  বলেন, ‘‘রায়ের সময় পর এই প্রশ্ন উঠেছিল৷ আপিল শুনানি শুরু হলে সেটা আমরা দেখব৷ কারুর সাজা আমাদের বিবেচনায় কম হলে তা বাড়ানোর আবেদন করব৷ তারেক রহমানের বিষয়টিও আমরা বিবেচনায় রেখেছি৷”

    তবে আইনমন্ত্রী বলেন, ‘‘আমি তারেক রহমানের সাজা বাড়ানোর আবেদন করা হবে এমন কথা তখন বলিনি৷ আমি বলেছি বিষয়টি আমরা দেখব৷ অন্য কেউ হয়তো বলে থাকতে পারেন৷”

    ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়৷ তিনি গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও নি’হত হন ২৪ জন৷ আ’হত হন দুই শতাধিক৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ডাটাবেজ বিশ্লেষণে শনাক্ত হচ্ছে ছিনতাই চক্র

    ডাটাবেজ বিশ্লেষণে শনাক্ত হচ্ছে ছিনতাই চক্র

    May 12, 2025

    আ.লীগের সম্পত্তি ক্রোকের প্রস্তাব করবে আপ বাংলাদেশ

    May 12, 2025
    Shafiqul Alam

    ইতিহাস কখনো কাপুরুষদের মনে রাখে না: শফিকুল আলম

    May 12, 2025
    সর্বশেষ সংবাদ
    ডাটাবেজ বিশ্লেষণে শনাক্ত হচ্ছে ছিনতাই চক্র
    ডাটাবেজ বিশ্লেষণে শনাক্ত হচ্ছে ছিনতাই চক্র
    Mexico
    গুগলের বিরুদ্ধে মেক্সিকোতে মামলা: প্রযুক্তি সংক্রান্ত নতুন আইনি জটিলতা
    Fish
    পদ্মায় শখের বড়শিতে ধরা পড়ল বিশালাকৃতির ২ চিতল
    Satu
    গরমে কী খেলে শরীর ঠাণ্ডা থাকে?
    পুরোনো রাউটার পুনর্ব্যবহারের ৫টি কার্যকরী উপায়
    fake news sharing
    সোশ্যাল মিডিয়ায় আসক্তরা ভুয়া খবর বিশ্বাস ও শেয়ার করে বেশি : গবেষণা
    raw chickpeas
    সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
    আ.লীগের সম্পত্তি ক্রোকের প্রস্তাব করবে আপ বাংলাদেশ
    Shafiqul Alam
    ইতিহাস কখনো কাপুরুষদের মনে রাখে না: শফিকুল আলম
    সরকারে
    ‘সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা’
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.