নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তারেক রহমানের এ সফরে সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল।
এসব জেলার মধ্যে ছিল টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


