বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে তুলে ধরতে টেকনাফে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। নারীদের অধিকার সুনিশ্চিত করার এই অঙ্গীকার পৌঁছে দিতে আয়োজন করেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ‘মজলুম জননেতা’ মো. আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটে।
বক্তব্যে মো. আবদুল্লাহ বলেন, “তারেক রহমানের ৩১ দফায় মা-বোন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই দফাগুলোর ভিত্তিতেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে সমৃদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নারীর অধিকার ও মর্যাদা বৃদ্ধি পাবে। দেশ গঠনে তাঁদের থাকবে সক্রিয় ও কার্যকর ভূমিকা।”
এ সময় টেকনাফ উপজেলা যুবদলের নেতা ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
উঠান বৈঠকটি শেষে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদলসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে বৈঠকটি এক প্রাণবন্ত জনসমাবেশে রূপ নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।