স্পোর্টস ডেস্ক: স্পোর্টস ডেস্ক: ক্রিকেটীয় ক্যারিয়ারে যাদের বল করেছেন, তাদের মধ্যে সেরা ব্যাটসম্যানদের বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন।
টুইটারে প্রশ্নোত্তর পর্বে এক ক্রিকেটপ্রেমী এটাই জানতে চেয়েছিলেন প্রোটিয়া পেসারের কাছ থেকে। জবাবে তার দেখা সেরা ব্যাটসম্যানদের ব্যাখ্যা করে ডেল স্টেইন লেখেন, পন্টিং ছিল সুপ্রিম, শচিন ছিল দেওয়াল। দ্রাবিড়, গেইল, কেভিন পিটারসেন এরা প্রত্যেকেই ছিল দুর্দান্ত।
Faaak bud they all good ey! Ponting was prime, Sachin was a wall, Dravid, Gayle, KP, they were all so good! https://t.co/oJbOitUDd0
— Dale Steyn (@DaleSteyn62) April 12, 2020
এই প্রশ্নোত্তর সেশনে কোন বোলারের বোলিং অ্যাকশন নিখুঁত, সেটিও জানতে চাওয়া হয়েছিল স্টেইনের কাছে। তিনি জবাবে স্বদেশী তরুণ বোলার কাগিসো রাবাদার অ্যাকশনকে ‘গতির পক্ষে মসৃণতম ও সহজতম’ বলে চিহ্নিত করেন। পছন্দের বোলারের তালিকায় বর্তমান সময়ের ১ নম্বর টেস্ট বোলার অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও রেখেছেন স্টেইন।
KG has probably the smoothest easiest action to generate pace. Pat C is also a close favorite https://t.co/AKicUW65nv
— Dale Steyn (@DaleSteyn62) April 12, 2020
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩ টেস্ট ম্যাচ খেলে ২২.৯৫ গড়ে ৪৩৯টি উইকেট নেন ডেল স্টেইন। প্রোটিয়া জার্সি গায়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের মালিকও তিনিই।
ক্যারিয়ার দীর্ঘ করতে গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ডেল স্টেইন। কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে পাওয়া যাবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।