স্পোর্টস ডেস্ক : একটি গুঞ্জন উড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে চোটের কারণে মাঠে নামতে পারেননি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সেই চোট নাকি ছিলই না তার! ইচ্ছে করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেননি সাইফ। এমন অভিযোগই ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
কারন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে চোটে পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের সর্বশেষ অবস্থা জানা যাবে আজ। সাইফউদ্দিন শেষ পর্যন্ত চোটের কারণে ছিটকে পড়লে বিশ্বকাপ দলে ডাক পেতে পারেন পেসার তাসকিন আহমেদ।
তবে ভাইরাল এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক নান্নু। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের এমন কন্ডিশনে সাইফ যদি খেলতে না পারে তার জায়গায় তাসকিনের আসার কোন সম্ভাবনা নেই। এটা হওয়ার প্রশ্নই আসে না।
বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। তারা আছে ষষ্ঠ স্থানে শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। ২৪ জুন পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।