জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে ডা. তাসনিম জারাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশ পাঠান। এতে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি ইত্যাদি অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচার বন্ধের দাবি জানানো হয়।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন ডা. তাসনিম জারা। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লেখেন:
“গত কয়েকদিন ধরে আমার ছবিসহ একটি আইনি নোটিশ গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে ভিত্তিহীনভাবে অভিযোগ করা হয়েছে যে আমি ‘পর্নোগ্রাফিক সংস্কৃতি’ প্রচার করছি। এমন অযৌক্তিক অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ না করলেও পারতাম, কিন্তু আমি কথা বলছি কারণ চুপ থাকলে মানুষ ভুল বুঝতে পারে।”
তিনি আরও বলেন, “আপনি যখন খোলা মন ও পরিষ্কার উদ্দেশ্য নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন মনে করেন সংগ্রাম হবে চিন্তা ও আদর্শ নিয়ে। কিন্তু বাস্তবে দেখা যায়, বিতর্কের আগে কেউ কেউ আপনার চরিত্র হনন করতে চায়। এটি একটি পুরোনো কৌশল—লজ্জা দেওয়া, মনোযোগ সরানো এবং সত্যকে বিকৃত করার জন্য। কিন্তু আমি বিভ্রান্ত হব না, এবং যে লজ্জা আমার নয়, তা আমি বহন করব না।”
জনস্বাস্থ্যসেবায় নিজের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি সবসময় ভুয়া পেজ ও ভেজাল ওষুধ সম্পর্কে মানুষকে সচেতন করেছি। যারা আজ আমার নাম বিকৃতভাবে ব্যবহার করছে, তারা ভুলে গেলেও মানুষ ভুলে যায়নি—কে তাদের পাশে ছিল, কে শান্তভাবে কথা বলেছিল, কে ভাঙা সিস্টেমকে কাজে লাগাতে নয়, বরং মেরামত করতে চেয়েছিল।”
ডা. তাসনিম জারা স্পষ্ট ভাষায় জানান, তিনি এই ঘটনার ফলে পিছিয়ে যাবেন না। তার ভাষায়, “না, আমি পিছপা হব না। না, আমি লুকাব না। না, আমি আপনাদের ফাঁদে পা দেব না। বরং, এই অবস্থান আমার সংকল্পকে আরও দৃঢ় করেছে। কারণ যখন মিথ্যাই অবশিষ্ট থাকে, এর মানে হলো আপনার সত্য ইতোমধ্যে যুক্তিতে জিতেছে।”
তিনি শেষ করেন এই বার্তা দিয়ে—“তাদের কথা বলতে দিন। আমি আমার কাজ চালিয়ে যাব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।