Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়া উপকূলে সপ্তাহান্তে অভিবাসন প্রত্যাশীদের এক নৌকা ডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার করা করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। এ ঘটনায় আগে আরো ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দেশটির একটি আদালত একথা জানায়। খবরএএফপি’র।
এদিকে সেখানে নৌকা ডুবির ঘটনায় রোববার জীবিতাবস্থায় সাত জনকে উদ্ধার করা হয়েছে।
সফ্যাক্স আদালত মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকা ডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।