তিনটি নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তরুণ প্রজন্মের জন্য তিনটি নতুন ও আকর্ষণীয় ফিচার আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফিচারগুলোর মধ্যে রয়েছে জন্মদিন, অডিও ও সেলফি নোট এবং স্টোরিতে একাধিক লিস্ট যুক্তের সুবিধা। মেটা এ ফিচারগুলোর প্রিভিউ দেখেছে এবং শিগগিরই এগুলোর পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে।

তরুণদের আকৃষ্ট করতে এবং ব্যবহারকারী বাড়াতে নতুন এ ফিচারগুলো চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। বার্থডে বা ‌জন্মদিনের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু বা অনুসারীদের জন্মদিন কবে, তা জানতে পারবে। বন্ধুদের সঙ্গে আপডেট শেয়ার করার জন্য তরুণ প্রজন্মের কাছে নোট খুবই জনপ্রিয়।

ইনস্টাগ্রাম সেটিকে আরো সহজ ও উপভোগ্য করতে অডিও ও সেলফি ভিডিও নোট ফিচার চালু করছে। যার মাধ্যমে ভয়েস রেকর্ডিং এবং ছোট ভিডিও ক্যাপচার করে শেয়ার করা যাবে। স্টোরিতে একাধিক লিস্ট ফিচারের মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধুদের বাইরেও তালিকা করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।