তিনদিন ধরে তালাবদ্ধ উপাচার্যের কার্যালয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ইবি উপাচার্যের কার্যালয়ে তালা

ইবি উপাচার্যের কার্যালয়ে তালাইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এর কণ্ঠের সদৃশ শিক্ষক নিয়োগের ফোন আলাপন এবং প্রশ্নফাঁস বিষয়ক ছয়টি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চাকুরিপ্রাথী অলিউল রহমানের একটি কথাপোকথন ফাঁস হয়। সেখানে উপাচার্যকে বলতে শোনা যায় টাকা দিয়ে হলেও দুইজন প্রার্থী সংগ্রহ করার কথা। এছাড়াও চাকুরীপার্থীর সাথে উপাচার্যের নিয়োগ নির্বাচনী পরিক্ষার প্রশ্ন বিষয়ক আলাপন করতে শোনা যায়।

বুধবার ২২ ফেব্রুয়ারি আবারও এ ঘটনাকে কেন্দ্র করে দূর্নীতির অভিযোগ এনে উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে পদ থেকে অপসরণের দাবীতে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী পরিষদ, নেতাকর্মী ও সাবেক ছাত্রলীগ নেতারা। জানা যায় তৃতীয় কর্মদিবসে তিনদিন দিন আন্দেলন করছে তারা। এসময় নিরাপত্তার স্বার্থে প্রক্টরিয়াল বডির নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।

আজ সকাল ৯ টা একে থেকে কার্যালয়ে তাদের ঐক্যবদ্ধ হতে দেখা যায়। এরপর আন্দোলন শুরু হলে বিক্ষোভকারীরা ‘ ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দূর্নীতিবাজ ভিসির অপসারণ চাই’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টায় উপাচার্যের পিএস আইয়ুব আলীর নির্দেশে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যায় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার।

এর আগে শনিবার ১৮ ফেব্রুয়ারি একই ঘটনাকে কেন্দ্র করে বেলা ১২টায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য অফিসের সামনে রাসেল জোয়ারদার ও মিজানুর রহমান টিটুর নেতৃত্বে প্রায় ৩৫ জন কর্মচারী এ আন্দোলনে করেন।

ঘটনার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘উপাচার্য হিসেবে আমার কাছে জানতে চাওয়াতে বিভিন্ন ধরনের বিষয়ে জানানো হয়। কিন্তু আমি তো প্রশ্ন করি না। আমাকে কোনো পাপ স্পর্শ করেনি, করবে না। আর আমি অর্থ বাণিজ্য করছি, এটা যদি কেউ এক কোটি ভাগের এক ভাগও প্রমাণ করতে পারে, তাহলে আমার যা শাস্তি তা মেনে নেব।

এ বিষয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আছে। আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মিজানুর রহমান টিটু ও রাসেল জোয়ার্দার উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ চলমান। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কোন অরাজকতা সৃষ্টি হবেনা।