ইসলামী ব্যাংকে তিনমাস ব্যাপী ইন্টার্নশিপ কোর্স শুরু

জুমবাংলা ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে তিনমাস ব্যাপী ১৫৪তম ইন্টার্নশিপ কোর্স সোমবার (৩ এপ্রিল) শুরু হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন।

আইবিটিআরএ’র প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে.এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. আনোয়ার হোসেন।

বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী তিনমাস ব্যাপী এ কোর্সে অংশগ্রহণ করছে।