জুমবাংলা ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় ৩শ প্রবাসীকে কৌশলে অচেতন করে সর্বস্ব লুট করা হয়েছে। গত ১৫ বছর ধরে একটি চক্র এই লুটপাট করছিল। অবশেষে ঘটনায় সঙ্গে জড়িত চক্রের মূল হোতা ও ১৫টির অধিক মামলার আসামি আমির হোসেনসহ ৪ জন গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, বিমানবন্দর ও রাজধানীর কদমতলী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুটকৃত স্বর্ণ, মোবাইল ও অচেতন (অজ্ঞান) করার উপকরণ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) রাতে র্যাব সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাব।
উল্লেখ্য, শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে এই চক্র পরস্পর যোগসাজশে প্রবাসীদের মালামাল লুট করেছে। তাদের দাপটে প্রবাসীরা অতিষ্ঠ। এই ধরনের একাধিক অভিযোগের পর র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাবের টিম অনুসন্ধান চালিয়ে চক্রের হোতা আমির হোসেনকে শনাক্ত করে। অবশেষে তাকে তিন সহযোগীসহ শনিবার গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।