গ্ল্যামার জগতের ঝলমলে আলোয় ঢাকা থাকে বহু অজানা অন্ধকার গল্প। সেই অন্ধকার দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রি’ পডকাস্টে অতিথি হয়ে এসে কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

একসময় টালিউডের বাণিজ্যিক ছবির জনপ্রিয় মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার পর্দার জুটি উপহার দিয়েছে একাধিক ব্লকবাস্টার হিট। অথচ সাফল্যের শিখরে থাকা সেই সময়েই তাকে কুপ্রস্তাবের শিকার হতে হয়েছিল বলে দাবি অভিনেত্রীর।
পডকাস্টে পায়েল জানান, ইন্ডাস্ট্রির একজন প্রযোজক তার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। সঞ্চালিকা স্পষ্ট করে জানতে চাইলে যে সেটি কি ‘যৌন সুবিধা’-সংক্রান্ত, পায়েল নিঃসংকোচে জবাব দেন- হ্যাঁ, সেটাই।
অভিনেত্রীর অভিযোগ, তিনি সেই অনৈতিক প্রস্তাবে সম্মতি না দেওয়ায় প্রতিশোধ নিতে শুরু করেন ওই প্রযোজক। ফ্লপ ছবির কারণে ক্যারিয়ারে কঠিন সময় চলছিল— সেই সুযোগে তাকে আটকাতে ও হেয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে অপমানজনক মন্তব্য করা হতো।
পায়েলের ভাষায়, আমার খারাপ সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় নানা উল্টোপাল্টা লিখতেন। আমার ছবিতে ‘ক্রস’ চিহ্ন দিয়ে বাজে মন্তব্য করতেন। বেসিক্যালি তিনি পুরো ‘সাইকো’ হয়ে গিয়েছিলেন।
তবে বাধা-বিপত্তি সত্ত্বেও ভেঙে পড়েননি অভিনেত্রী। নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে আবারও কামব্যাক করেন তিনি। পায়েল বলেন, তারপর আমি ফিরে এলাম। ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’- এক বছরের মধ্যে দু’টি ছবির শুটিং করেছিলাম।
যদিও সেই প্রযোজকের নাম প্রকাশ করেননি পায়েল, তার এই বক্তব্যে আবারও সামনে এলো টালিউডের কাস্টিং কাউচ নিয়ে অস্বস্তিকর বাস্তবতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



