জুুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেন উপজেলার ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে জামতৈল রেল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তর করার পর বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাবাভিক হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।